Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

 

 

ভবিষ্যৎ পরিকল্পনা

  • প্রাতিষ্ঠানিক প্রসব সেবা বাড়ানোর জন্য পদক্ষেপ নেয়া।
  • প্রতিজন গর্ভবতীর নাম ঠিকানা মোবাইল নম্বর সহ তালিকা প্রস্তুত করা।
  • প্রতিজন গর্ভবতী মায়ের এল এমপি ও ই ডি ডি লিপিবদ্ধ করণ।
  • গর্ভকালীন সময় ৪ টি চেকআপ নিশ্চিত করণ করণ।
  • ইডিডি ৪ সপ্তাহ আগে থেকে মোবাইলে যোগাযোগ করে তাকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বা তার নিকটবর্ত্তী
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  অথবা সদর হাসপাতালে প্রেরনের ব্যবস্থা গ্রহন করা।
  • ৩২ সপ্তাহ পর মিসোপ্রোস্টাল/ক্লোরো হেক্সিডিন প্রদান করা ।
  • স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে রেফারাল সিস্টেমকে আরও জোরদার করন
  • প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা শতভাগ নিশ্চিত করার ব্যবস্থা গ্রহন করা।
  • সর্বোপরি কোভিড -19 চালাকালে গর্ভধারনকে নিরুৎসাহিত করন।আউট
  • মাতৃ মৃত্যুর হার (MMR) প্রতি হাজারে ১.২১ জনে কমিয়ে আনা (SDGs ২০৩০ প্রতি লাখে ৭০)।
  • গর্ভকালীন সেবার (ANC) অগ্রগতি (কমপক্ষে ৪টি পরিদর্শন) ৫০% এ উন্নীত করা।
  • দক্ষ সেবাদানকারী দ্বারা  (SBA) প্রসব সেবা প্রদানের হার ৬৫% এ উন্নীত করা।
  • দরিদ্র এবং ধনীদের মধ্যে প্রাতিষ্ঠানিক প্রসব সেবার অনুপাত ১:৩.৫০ এ কমিয়ে আনা।
  • দক্ষ সেবাদানকারী দ্বার বাড়িতে প্রসবপরবর্তী সেবা (PNC) প্রদানের হার (প্রসবের ২দিনের মধ্যে) ১০% এ উন্নীত করা।
  • নবজাতকে মৃত্যুর হার (NMR) প্রতি হাজারে ১৮ জনের কমিয়ে আনা।
  • নবজাতকের অত্যাবশকীয় সেবা (ENC) গ্রহণের হার ২৫% এ উন্নীত করা।
  • ৫ বৎসরের নীচে শিশু মৃত্যুর হার  (U5MR) প্রতি হাজারে ৩৪ জনে কমিয়ে আনা।
  • সিএ আর ৮৫% করার জন্য পদক্ষেপ নেয়া
  • প্রতিটি ইউনিয়নে মাসে একটি করে এল এ আর সি ক্যাম্প করা।
  • প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসব সেবা প্রদানকাীদের পরিবার পরিকল্পনা সামগ্রি যথাযথভাবে সরবরাহ নিশ্চিত করে তা ব্যবহার উদ্ভুদ্ধকরা।
  • প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কার্যক্রমের তদারকি
  • লক্ষমাত্রা অনুযায়ী শতভাগ অগ্রগতি অর্জন করা।